fbpx
ওয়েব হোস্টিং কেনার আগে কিছু সাধারণ প্রশ্ন!

ওয়েব হোস্টিং কেনার আগে কিছু সাধারণ প্রশ্ন!

কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ভিজিটরকে জানাতে হলে, ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত লিখতে হবে, প্রয়োজনীয় ছবি আপলোড করতে হবে, প্রয়োজনে ভিডিও আপলোড করতে হবে। এই তথ্য গুলো আপলোড করার জন্য একটি নিদিষ্ট জায়গার প্রযোজন হয়, এই জায়গার নামই হল হোষ্টিং। আর খারাপ মানের হোস্টিং মুহুর্তেই আপনার অনলাইন ব্যবসার ক্ষতি করতে পারে। তাই, হোস্টিং কেনার পূর্বে অবশ্যই সচেতন হতে হবে।

চলুন জানি, ওয়েব হোস্টিং সম্পর্কে সাধারন কিছু প্রশ্নঃ

সার্ভার আপটাইম কি?
সার্ভার আপটাইম আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ন বিষয়। আপনি যেখানে ওয়েবসাইট হোস্ট করবেন, সেই সার্ভার যতক্ষন চালু থাকবে আপনার ওয়েবসাইও তত সময় চালু থাকবে। অধিকাংশ কোম্পানি ৯৯.৯৯% আপটাইম প্রতিশ্রুতি দেই। কিন্তু অনেক সময় সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। সার্ভার বন্ধ থাকলে আপনার সাইটদও বন্ধ থাকবে। ভিসিটর টা ভিসিট করতে পারবে না। সার্চ ইন্জিনগুলোর সার্চ রেজাল্টেও দেখাবেনা আপনার ওয়েবসাইট। গুগল মামা আপনার সাইটের রাংকিং কমিয়ে দিবে। চিন্তা করেন আপনার অনলাইন ব্যবসার কি হবে! তাই অবশ্যই আপটাইম খুব ভালভাবে জেনে নিয়ে হোস্টিং কিনবেন।

ব্যান্ডউইথ কী?
কম্পিউটার প্রযুক্তিতে ব্যান্ডউইথ বলতে বুঝায় প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে নির্ধারিত ডাটা (Data) স্থানান্তরের হারকে বুঝায়। সাধারণত, এই ব্যান্ডউইথ এর হিসাব করা হয় বিট পার সেকেন্ড (BPS) হিসাবে। এর মানে প্রতি সেকেন্ডে কত বিট ডাটা ট্রান্সফার হচ্ছে তার পরিমান হলো ব্যান্ডউইথ।

আরো সহজ করে বলতে পারি, হোস্টিং ব্যান্ডউইথ হচ্ছে কোন একটি সার্ভার থেকে আপনার ওয়েবসাইট যারা ভিসিট করবে তাদের কম্পিউটারে প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে কতটুকু পরিমান ডাটা ট্রান্সফার হবে।

মনে করেন আপনার ওয়েবসাইটিতে ৭ টি ওয়েবপেজ রয়েছে এবং প্রতিটি ওয়েবপেজের সাইজ ৫০০ কিলোবাইট। দৈনিক ৫০০০ জন ভিজিটর গড়ে ৭টি করে পেজ ভিজিট করে । তখন আপনার মোট ব্যান্ডউইথ দরকার হবে (৫০০০ ভিজিটর × ৭ ওয়েবপেজ × ওয়েবপেজের সাইজ ৫০০ কিলোবাইট) তাহলে মোট= ১৭,৫00,000 কিলোবাইট বা ১৬.৬৯ জিবি।

সেটাপ ফ্রী কত?
অধিকাংশ কোম্পানি বিশেষ করে শেয়ারড হোস্টিং বিনামূল্যে সেটাপ করে দেয়। কিন্তু যখন আপনি রিসেলার, ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার নিবেন তখন সেটাপ ফ্রী লাগতেও পারে। আবার অনেকে ম্যানেজড সার্ভিস নিতে চান। সেই ক্ষেত্রে খরচ কেমন হয় ভালভাবে জেনে নিবেন।

কতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন?
হোস্টিং কোম্পানি তাদের প্যাকেজ গুলোতে কতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন সেটা সেট করে রাখে। সংখ্যাটা বিভিন্ন প্যাকেজের উপর নির্ভর করে। তারপরো ভালভাবে জেনে নিবেন আপনার নেওয়া প্যাকেজে আপনি কতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।

২৪/৭ সাপোর্ট পাবেন কিনা?
এটা জেনে নেওয়া খুবই গুরুক্তপূর্ন আপনি সবসময় সাপোর্ট পাবেন কিনা। সার্ভার সংক্রান্ত যেকোন সমস্যা যেকোন সময় হতে পারে। সেটা হোক দিন বা রাত। প্রায় সব কোম্পানি ২৪/৭ সাপোর্ট এর কথা বলে। অনেকে অভিযোগ করেন কোম্পানি সাপোর্ট দেইনা, কল ধরেনা, মেইল রেপ্লে দেইনা ইত্যাদি। আপনার ব্যবসা বা যে কাজেই ওয়েবসাইট করেন না কেন তার অবশ্যই গুরুক্তপূর্ন। আর সাইট সবসময় চালু রাখতে কোন সমস্যা হলে সেটা দ্রুত সমাধান প্রয়োজন। তাই সাপোর্ট ঠিকমত দিবে কিনা অবশ্যই ভালভাবে জেনে নিবেন।

Chat with us