fbpx
ফেসবুক পিক্সেল (Facebook Pixel) কী? ফেসবুক পিক্সেলের সংগৃহীত তথ্য এত গুরুত্বপূর্ণ কেন?

ফেসবুক পিক্সেল (Facebook Pixel) কী? ফেসবুক পিক্সেলের সংগৃহীত তথ্য এত গুরুত্বপূর্ণ কেন?

Facebook Pixel এমন একটি টুল যা ব্যবহার করে কোন ওয়েবসাইট এর ভিজিটর কি করছে তা ট্র্যাক করে একটি এনালেটিকস রিপোর্ট জেনারেট করা যায়। আপনার যদি Google Analytics সম্পর্কে ভাল ধারনা তাহলে ফেসবুক পিক্সেল সম্পর্কে বুঝতে সুবিধা হবে।

আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর ভিজিট করছে। তারা কি কি প্রোডাক্ট অর্ডার করছে, তাদের কেমন পণ্যের চাহিদা আছে, কোন প্রোডাক্ট গুলো বেশি সেল হচ্ছে, কোন লোকেশন থেকে ভিজিট করছে, কোন বয়সী ভিজিটর ভিজিট করছে তার সব কিছুর রিপোর্ট ফেসবুক পিক্সেল analytics আকারে উপস্থাপন করে আমাদের কাছে।

পিক্সেলের সংগৃহীত তথ্য এত গুরুত্বপূর্ণ কেন?

আপনি যদি একজন ই-কমার্স ব্যবসায়ী অথবা একজন মার্কেটিং বিশেষজ্ঞ হোন তাহলে আপনার এই ডেটা গুলো খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন, আপনি একজন জুতার ব্যবসায়ী, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ব্যবসার প্রসার বাড়াতে চান। আপনি নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছেন, সেলও হচ্ছে। কিন্তু দিন শেষে দেখলেন আপনার লাভের পরিমান এবং বিজ্ঞাপন খরচ সমান।

এই সময় আসলে আপনার কি করা উচিৎ? এখানেই রয়েছে ফেসবুক পিক্সেল এর কাজ। আপনি যে বিজ্ঞাপন টা দিয়েছিলেন সেটার সব তথ্য জানতে পারবেন ফেসবুক পিক্সেল এর মাধ্যমে। আপনি দেখলেন ৪১ থেকে ৬৫+ বছর বয়সীরা কেউ আপনার জুতা কিনে নাই, ২০ থেকে ৪০ বছর বয়সীরা আপনার জুতা বেশি কিনেছে, যারা পণ্য কিনেছে তাদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

তাহলে ৪১ থেকে ৬৫+ বছর বয়সীদের কাছে বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই, তাহলে আপনার খরচ কমবে এবং ২০ থেকে ৪০ বছর বয়সীদের কাছে বিজ্ঞাপন বেশি পৌছাবে, স্বাভাবিক ভাবে বিক্রিও বেড়ে যাবে। ঠিক তেমনি যে লোকেশনে বেশি সেল হবে সেই লোকেশন টাই টার্গেট করবেন।

ফেসবুক পিক্সেল এর মাধ্যমে ভোক্তাদের এই তথ্য গুলো আপনি সাজানো গোছালো পাবেন। আর এই তথ্যগুলো ব্যবহার করে বিজ্ঞাপন খরচ কমিয়েও বেশি লাভবান হতে পারেন।

ফেসবুক পিক্সেলের কাজ কি?

ফেসবুক পিক্সেলের মাধ্যমে ভোক্তাদের হতে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে আরো লাভজনক করে তুলতে পারেন। যেমন;

  • কে ক্রয় করছে, কখন ক্রয় করছে, কোথায় থেকে ক্রয় ইত্যাদি তথ্য পেয়ে যাবেন।
  • কতজনের কাছে বিজ্ঞাপন পৌঁছেছে আর তাদের মধ্যে থেকে কতজন ক্রয় করছে সেই তথ্য পেয়ে যাবেন।
  • তথ্য উপাত্তের ভিত্তিতে নিজের পণ্যের জন্য আলাদা অডিয়েন্স টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন।
  • একটি ক্যাম্পেইন হতে পাওয়া ডেটা আপনি বারবার কাজে লাগাতে পারবেন।
Chat with us