fbpx
কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক ব্যবসায়ীক পেজ বানানো যায়?

কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক ব্যবসায়ীক পেজ বানানো যায়?

একটা পেজ বানানোর জন্য আপনার একটা ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থাকতে হবে। এই ক্ষেত্রে ভয়ের কিছু নেই তার কারন পেজে আপনার ব্যক্তিগত একাউন্ট ফেসবুক পেজে সবার কাছে দেখাবে না। যারা এডমিন প্যানেলে থাকবে তারাই দেখতে পারবে। পেজে বানানোর পূর্বে আপনাকে ব্যক্তিগত একাউন্টে লগ ইন করতে হবে। ধাপ গুলো নিচে দেওয়া হলঃ

ধাপ-০১: সাইন আপঃ
প্রথমে এই লিঙ্কে যেতে হবে facebook.com/pages/create.

এই লিঙ্কে গেলে দুইটা অপশন পাবেন। (০১) Business or Brand এবং (০২) Community or Public Figure. যেহেতু আমরা ব্যবসায়িক পেজ বানাবো তাই Business or Brand সিলেক্ট করে Get Started বাটনে ক্লিক করব। এর পর আপনার ব্যবসার নাম দিতে হবে যাতে ইউজারগন সার্চ করলে আপনার পেজ টি খুজে পাই।

এর নিচে ক্যাটাগরী দেওয়ার অপশন আছে। এখানে একটা বা দুইটা ওয়ার্ড টাইপ করলেই অনেক অনেক ক্যাটাগরী সাজেশনে দেখাবে। সেখান থেকে আপনার ব্যবসা টা যে ক্যাটাগরীতে পড়ে সেটি সিলেক্ট করতে হবে। পরে আরো ক্যাটাগরী যোগ করা যায়। কিন্তু পেজ বানানোর শুরুতে একটা দেওয়ার সুযোগ থাকে।

ক্যাটাগরী সিলেক্ট করার পর আরো কিছু তথ্য চাবে যেমন ঠিকানা, মোবাইল নাম্বার। এখান থেকে আপনি অপশন পছন্দ করতে পারবেন আপনি আপনার পেজ টা সর্ব সাধারণ কে দেখাবেন নাকি শুধু আপনার শহর কে দেখাবেন।

এর ফেসবুকের নিয়ম কানুন মেনে চলবেন কিনা সেই বক্সে টিক দিয়ে Continue তে ক্লিক করবেন। এখানেই প্রথম ধাপ সম্পর্ন।

ধাপ-০২: প্রোফাইল পিকচার এবং কভার ফটো এড করাঃ
এখন আপনার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো এড করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে। কারন আপনার পেজের প্রথম ইমপ্রেশন হল আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো। যখন কেউ আপনার পেজে আসবেন তখন যাতে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখে যাতে তারা আপনার ব্যবসা এবং ব্র্যান্ড সম্পর্কে অবগত হতে পারে।

প্রোফাইল পিকচারে ব্যবসায়িক লোগোর ছবি ব্যবহার করাই উত্তম যদি লোগো বানানো থাকে। আপনার পেজের প্রোফাইল পিকচার কম্পিউটার স্কিনে ১৭০*১৭০ পিক্সেল এবং মোবাইল স্কিনে ১২৮*১২৮ পিক্সেল দেখা যাবে। তাই এখানে এমন ছবি দেওয়া যাবে না যেটা দেখে আপনার পেজ ভিসিটরগন বিরক্ত হয় বা বুঝতে না পারে।

কভার ফটো এটিও আপনার ব্যবসার জন্য গুরুক্তপূর্ন। কারন এখানে আপনার ব্যবসা বা ব্র্যান্ডের সারাংশ প্রকাশ করবে। কভার ফটো কম্পিউটার স্কিনে ৮২০*৩১২ পিক্সেল এবং মোবাইল স্কিনে ৬৪০*৩৬০ পিক্সেল দেখাবে। তবে সুপারিশকৃত সাইজ হল ৭২০*৩১৫ পিক্সেল। প্রোফাইল পিকচার এবং কভার ফটো এড করলেই প্রাথমিক ভাবে আপনার একটা ফেসবুক পেজ বানানো হয়ে গেলো। কিন্তু ভয়ের কিছু নেই এখনি আপনার পেজ টা সবাই দেখতে পাবে। আরো কিছু কাজ সম্পর্ন করার পর পেজটি সবার জন্য উন্মুক্ত করা যাবে।

ধাপ-০৩: ফেসবুক পেজের ইউজার নেম তৈরি করাঃ
অনেকের পেজেই এটা লক্ষনীয় পেজ বানানোর সময় বাই ডিফল্ট যে ইউজার নেম পাই সেটাই ইউজ করে। কিন্তু পেজবুক পেজের ইউজার নেম কতটা গ্রুক্তপূর্ন বুঝতে পারে না। এটি্কে আমরা ভ্যালিড ইউআরএল বলতে পারি। যেমন facebook.com/username, ইউজার নেম ফেসবুক পেজের নামের নিচে @abc এইভাবে দেখায়। ইউজার নেম ৫০ অক্ষর পর্যন্ত লেখা যায়। যদিও এত লাগে না। ইউজার নেম সহজ দেওয়া উচিৎ যাতে মনে থাকে এবং সহজে টাইপ করা যায়। ফেসবুক পেজের নিচে Create Page @Username তে গিয়ে ইউজার নেম দেওয়া যায়। এটা ইউনিক হয়।

ধাপ-০৪: ব্যবসার বিস্তারিত লিখাঃ
এর পর গুরুক্তপূর্ন কাজ হল পেজের বিস্তারিত তথ্য এড করা। Edit Page Info তে গেলে অনেক গুলো অংশ পাবেন। এই গুলো সুন্দর করে এড করতে হবে। এখানে পাবেন প্রথমে পাবেন Description, এখানে ২৫৫ অক্ষরের ছোট একটা বর্ণনা দিতে পারবেন। এর পর পাবেন Categories, এখানে আগে এড করা ক্যাটাগরি সহ আরো কিছু আপনার ব্যবসার সাথে যায় এমন এড করতে পারবেন। এর পর পাবেন Contact, এখানে মোবাইল নাম্বার, ওয়েবসাইট এবং ইমেইল এড করতে পারবেন। এর পর পাবেন Location, এখানে আপনার ব্যবসায়িক ঠিকানা এড করতে পাবেন গুগল ম্যাপ সহ। এর পর Hours, এখানে আপনার অফিস কবে কত ঘন্টা খোলা থাকবে সেটা এড করতে পারবেন।

ধাপ-০৫: আপনার হিস্টোরি এড করুনঃ
About এ ক্লিক করলে ডানের দিকে Our Story অপশন পাবেন। এখানে গিয়ে ওপরে আপনার বিসনেস এর সাথে মিল রেখে একটা ছবি দিবেন, এর পর টাইটেল দিবেন এর পর আপনার ব্যবসার বিস্তারিত লিখবেন এবং পাবলিশ করবেন।

ধাপ-০৬: পেজ পাবলিশ এবং বন্ধুদের আমন্ত্রণ করাঃ
এখন সেটিং অপশনে গিয়ে পেজ আনপাবলিশ থেকে পাবলিশ করে দেই এবং বন্ধুদের আমন্ত্রন জানাই ।

Chat with us